Top 10 it Institute in Bangladesh | বাংলাদেশের সেরা ১০ টি it Training center.

 Top 10 it Institute in Bangladesh | বাংলাদেশের সেরা ১০ টি it Training center. 



ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, বেসিক কম্পিউটার, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সহ বিভিন্ন আইটি কোর্স করার জন্য বাংলাদেশে বেশ কয়েকটি ভালো কোচিং সেন্টার রয়েছে। বর্তমান সময়ে যেহেতু অনলাইনে কাজের চাহিদা বেড়েছে তাই এই সেক্টরে কাজ করার জন্য অনেক দক্ষ জনবলের প্রয়োজন হয়ে পড়েছে। তাই সফল হওয়ার জন্য সবাই বর্তমানে ক্যারিয়ার হিসেবে it সেক্টরকে বেছে নিচ্ছে। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং পেশা। কারণ এখানে ধরা বাধা কোন টাইম নেই। এবং নিজের পছন্দ কাজ করা যায়। আর বর্তমানে বাংলাদেশে যেহেতু বেকার সমস্যা প্রধান সমস্যা তাই বর্তমানে বেকারত্ব থেকে মুক্তি পেতে মানুষ এই ফ্রিল্যান্সিং পেশাকে বেছে নিচ্ছে। 

আর এই ফ্রিল্যান্সিং পেশাতে আসতে গেলে সবাই যে সমস্যায় পড়ে তাহলো কোথা থেকে শুরু করবে বা কোন প্রতিষ্ঠান থেকে শুরু করবে।  বাংলাদেশে এখন সময় অনেক প্রতিষ্ঠান যারা খুব দক্ষতার সাথে ফ্রিল্যান্সিং শেখায়। আজকে আমরা নতুন এবং পুরাতন দশটি ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। 




Creative it Institute : Creative it Institute অনলাইন এবং অফলাইন ক্লাস করায়। এটি একটি মাল্টিমিডিয়া ট্রেনিং সেন্টার। প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, মাল্টিমিডিয়া, এনিমেশন, ইন্টারনেট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এর  কোর্স করানো হয়। 


BITM ( Basis Institute of Technology and Management)

Basis Institute of Technology and Management বাংলাদেশের একমাত্র সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সংগঠন। তারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কোর্স করিয়ে আসছে। এবং এখানে বাংলাদেশের অনেক সরকারি কোর্স করানো হয়। SEIP এর কোর্স তারা সফলভাবে করায়। যার দ্বারা বর্তমানে এখন অনেক ছেলে মেয়ের কর্মসংস্থানে সৃষ্টি হয়েছে। তাছাড়াও তাদের অনলাইন এবং অফলাইন পেইড কোর্স রয়েছে। তাদের জনপ্রিয় কোর্সগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট,  গ্রাফিক ডিজাইন। 


Daffodil International professional Training Institute (DiPTi) : বিভিন্ন ধরনের স্কিল নিয়ে Daffodil International professional Training Institute (DiPTi) বিভিন্ন কোর্স করায়। তারা সরকারি কোর্সও করায়। তারা যে সকল কোর্স করায় সেগুলো হল ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং, ফুলস্টেক  সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইউজিং  জাভা, 3D animation and visual effects,  diploma in full stack software development using python, MERN, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সহ আরো অনেক কোর্স। 

ইশিখন : ইশিখন দীর্ঘদিন যাবত সফলতার সাথে বাংলাদেশে কোর্স করিয়ে আসছে। ইশিখন সব সময় কম টাকার ভেতর ভালো কোর্স অফার করে।  তাদের অনলাইন এবং অফলাইন কোর্স চালু রয়েছে। তারা যে সকল কোর্স করে সেগুলো হল digital marketing, SEO, spoken English,MERN stack web development, complete web development, Android app development, ethical hacking, affiliate marketing, YouTube marketing,  T-shirt design, professional wordpress theme development, professional video editing,  data entry,  UI UX design, AutoCAD 3D, IELTS, motion graphics, 2D cartoon, social media marketing, flutter Android app development সহ আরো অনেক কোর্স।


Multiverse it Institute : Multiverse it Institute বাংলাদেশের গরীব ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে কম টাকায় বিভিন্ন কোর্স চালু করেছে 😀 তারা প্রচার প্রচারণা না চালালেও তারা সফলতার সাথে কোর্স করিয়ে যাচ্ছে। তারা দক্ষ ট্রেইনার দ্বারা পরিচালনা করে যাচ্ছে।  তাদের এখানে এখন যে সকল কোর্স রয়েছে তা হল ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, SEO, wordpress theme development, Social media marketing. 



#Multiverse-It-Institute
@Multiverse-It-Institute

Facebook link: https://www.facebook.com/MultiverseItInstitute (Multiverse it Institute)

Ostad : Ostad বাংলাদেশের অন্যতম একটি সেরা আইটি ট্রেনিং সেন্টার।  এখানে রয়েছে অনেক দক্ষ মেন্টর। এখানে স্টুডেন্টরা কোন প্রবলেমে পড়লে তারা খুব ভালো সাপোর্ট দেয়। তাদের কোর্সগুলো অনেক আপডেট থাকে এবং সময় উপযোগী। ostad এ কোর্স এসে তা হল full stick web development with Python, development with flutter, shophify store design and Drop shipping, mastering webfollow, wordpress theme development, digital marketing, full stack web development with JavaScript, 


Post a Comment

Previous Post Next Post
open"> Table of Contents